সংবাদদাতা,আসানসোলঃ- কোথাও কোলিয়ারির খনিতে ধস তো কোথাও মাটি ফেটে আতঙ্ক। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ রানীগঞ্জের জেমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর সাতগ্রাম শ্রীপুর এরিয়ার চলবলপুর বাদকুঠি কোলিয়ারিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটে। অন্যদিকে এদিন ভোর ৪টার দিকে এক বিকট বিস্ফোরণের আওয়াজের পর আসানসোলের কালীপাহাড়ি দুর্গা মন্দির এলাকায় প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের গভীর ফাটল তৈরি হয়েছে।
এদিন চলবলপুর বাদকুঠির পুরনো বন্ধ কোলিয়ারির খনি মুখের চারপাশের বিস্তীর্ণ এলাকা সশব্দে ধসে যায়। প্রায় ৭০ থেকে ৮০ ফুট গভীর ধস নামে। ধসে যাওয়া এলাকার ২০০ মিটারের মধ্যেই রয়েছে রেল লাইন,যেখান দিয়ে দূরপাল্লার ট্রেন চলাচল করে। অন্যদিকে ঘটনায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা। প্রসঙ্গত চলবলপুর বাদকুঠি এলাকায় ৫০টিরও বেশি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তাদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। কয়লা খনিগুলি সঠিকভাবে বালি দিয়ে ভরাট না করায় এই ধসের ঘটনা ঘটছে বলেও দাবি তাদের। ইসিএল কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
অন্যদিকে কালীপাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখানেও স্থানীয়দের অভিযোগ, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল) কর্তৃপক্ষ ভূগর্ভস্থ কয়লা খননের পর খনি সঠিকভাবে বালি দিয়ে ভরাট না করায় এলাকায় প্রতিনিয়ত ভূমিধস ও এই ধরনের বিপজ্জনক ঘটনা ঘটছে। ফলে চরম ঝুঁকির মধ্যে জীবন হাতে নিয়ে বাঁচতে হচ্ছে তাদের। অবিলম্বে নিরাপদ আশ্রয়, কার্যকর পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদি সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।





