সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- মলে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা সামনে এল আসানসোলে। সোমবার সন্ধ্যায় কয়েকজনের একটি দুষ্কৃতী দল সেন্ট্রাম মলে আসা কিছু যুবকের উপর হামলা চালায়। ঘটনাকে কেন্দ্র গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন মলের কর্মী থেকে সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান মলের পার্কিং জোনে এই ঘটনা ঘটে। হামলাকারীদের দলে ১০-১২ জন ছিল। তাদের মধ্যে এলাকার বাসিন্দারা দুজন হামলাকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে দুষ্কৃতী হামলায় দুই যুবকের মাথা ফেটে যায়। তবে এই ঘটনা নিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ ওই দুষ্কৃতী দল প্রায়ই মলে গিয়ে ঝামেলা করে। কিছুদিন আগেই এক যুবতীর উপর হামলার ঘটনা ঘটেছিল। সাধারণ মানুষেরা ভয়ে এবং আইনি ঝামেলার আশঙ্কায় অভিযোগ দায়ের করতে চান না। অভিযোগ না পাওয়ায় পুলিশও এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। ফলে তাদের মনোবল আরো বেড়ে যায় এবং দুষ্কৃতীরা এই ধরণের ঘটনা ঘটাতে থাকে।
বেঙ্গল সৃষ্টি গ্রুপের প্রোপার্টি ম্যানেজমেন্ট হেড বিনয় চৌধুরী এই বিষয়ে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের কাছে এই ধরনের ঘটনা রোধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।





