সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দিন কয়েক আগে আসানসোল উত্তর থানার সৃষ্টিনগরের সেন্ট্রাম মলে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনার তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে, সেই সূত্র ধরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করল পুলিশ।
জানা গেছে বুধবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির আইসির নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয় সেন্ট্রাম মল ও তার আশেপাশের এলাকায়। সেই অভিযানে বেশ কয়েকজনকে পুলিশ ধরে। গাঁজা ও অন্য নেশার দ্রব্য খাওয়ার সময় হাতেনাতে তাদের পাকড়াও করে পুলিশ। আইসি নিজে উপস্থিত থেকে গোটা অভিযান পরিচালনা করেন এবং মলের চারপাশে সন্দেহভাজন যুবকদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রসঙ্গত, দিন দুই আগে সেন্ট্রাম মলের পার্কিং জোনে ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল মলে ঘুরতে আসা কয়েক জন যুবকের উপর হামলা চালায়। ঘটনায় দুই যুবক আহত হয়। হামলাকারীদের মধ্যে দুজনকে ধরে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অন্যদিকে ওই ঘটনার পর মল এবং তার আশপাশের এলাকায় পলিশের টহল ও নজরদারি কড়া করা হয়েছে। এদিকে পুলিশের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।





