eaibanglai
Homeএই বাংলায়প্রাচীন মুক্তকেশী কালী মন্দিরের নাট মন্দির তৈরির উদ্যোগ নিল এডিডিএ

প্রাচীন মুক্তকেশী কালী মন্দিরের নাট মন্দির তৈরির উদ্যোগ নিল এডিডিএ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত বালিজুরি গ্রামের ঐতিহ্যবাহী প্রচীন মুক্তকেশী কালী মায়ের পুজো হয়ে আসছে বহুদিন ধরে। কালী মন্দির থাকলেও এলাকায় একটি নাট মন্দিরের দাবি ছিল স্থানীয়দের। এবার সেই দাবি পূরণে এগিয়ে এল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। এডিডিএ-এর পক্ষ থেকে নাট মন্দির তৈরির ব্যবস্থা করা হয়েছে। শনিবার সেই কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত,পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায় সহ মন্দির কমিটির সদস্য এবং অন্যান্য আধিকারিকরা।

এদিন মন্ত্রী বলেন, “মা স্বয়ং ভক্তদের সুবিধার জন্য় এই কাজ করিয়ে নিচ্ছেন। এর জন্য মাধ্যম হিসেবে এডিডিএ-কেই বেঁছেছেন তিনি।” এডিডিএ- চেয়ারম্যান কবি দত্ত বলেন, “মায়ের ইচ্ছায় সব হচ্ছে। একটি নাট মন্দির তৈরির আবেদন জানানো হয়ছিল। সেটি করে দেওয়া হচ্ছে। অন্য কোনো কিছুর প্রয়োজন থাকলেও সহাযতার হাত বাড়িয়ে দেবে এডিডিএ।”

প্রসঙ্গত উল্লেখ্য এই বালিজুড়ি গ্রামের ছেলে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে মোবাইল বার্তাও পাঠান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments