eaibanglai
Homeএই বাংলায়বালাজী ধামের ২৫ বছর পূর্তীতে আসানসোলে ১০৮ জন কন্যার গণবিবাহের ব্যবস্থা

বালাজী ধামের ২৫ বছর পূর্তীতে আসানসোলে ১০৮ জন কন্যার গণবিবাহের ব্যবস্থা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বালাজী ধামের ২৫ বছর পূর্তী উপলক্ষে অমৃত মহোৎসব প্রকল্পের অধীনে ১০৮ জন কুমারীর গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসে আসানসোল পোলো গ্রাউন্ডে বার্ণপুরের বালাজী মন্দিরের পক্ষ থেকে এই গণবিবাহ দেওয়া হবে। বৃহস্পতিবার পোলো গ্রাউন্ডে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান বালাজী ধামের পক্ষ থেকে দিলীপ দাস ত্যাগী এবং নরসিংহ বাঁধের বালাজী ধামের সন্তোষ ভাই।

উদ্যোক্তাদের তরফে জানান হয় বিগত প্রত্যেক বছর বালাজী ধামের পক্ষ থেকে গণবিবাহের আয়োজন করা হয় । এই বছরও বালাজী ধামের ২৫ বছর পূর্তী উপলক্ষে ১০৮ জন কুমারীর গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাঙালি, বিহারি ও মারওয়ারী ধর্মাবলম্বী কুমারী মেয়েদের এই গণবিবাহ অনুষ্ঠানে দেশের সুপ্রসিদ্ধ সাধুরা উপস্থিত থাকবেন ও নবদম্পতিকে আশীর্বাদ করবেন।

আগামী ৩০ শে নভেম্বরের মধ্যে ইচ্ছুক কন্যাদের অভিভাবকরা উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে পারবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments