eaibanglai
Homeএই বাংলায়আসানসোল ডিভিশনের বিভিন্ন স্টেশনে "মিনি পেনশন আদালত"

আসানসোল ডিভিশনের বিভিন্ন স্টেশনে “মিনি পেনশন আদালত”

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– রেলের পেনশনভোগীদের উদ্বেগ ও অভিযোগের সমাধানের জন্য আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বিভিন্ন স্টেশনে আয়োজন করা হচ্ছে “মিনি-পেনশন আদালত”। গত ২১ আগস্ট আসানসোল, ২২ আগস্ট অন্ডাল, ২৬ আগস্ট দুর্গাপুর, ২৮ আগস্ট পানাগড়, ২৯ আগস্ট জসিডি এবং ৪ সেপ্টেম্বর মধুপুরে “মিনি-পেনশন আদালত”এর আয়োজন করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল পেনশন সম্পর্কিত সমস্যা সমাধান এবং এই উদ্যোগের লক্ষ্যে পেনশনভোগী এবং তাদের পরিবারকে রেল আধিকারিকদের সাথে সরাসরি যুক্ত হওয়ার একটি প্ল্যাটফর্ম প্রদান করা।

এই মিনি আদালতগুলিতে পেনশনভোগীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিলেন। তাদের অনেকের সমস্যা এই আদালতেই সমাধান করা হয়েছে। যেসব মামলার আরও তদন্তের প্রয়োজন ছিল সেগুলো সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। পেনশনভোগীরা এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

প্রসঙ্গত পেনশন সংক্রান্ত বিবাদগুলো দ্রুত ও সহজ সমাধানের লক্ষ্যে একটি ছোট আকারের বা স্থানীয় পর্যায়ের আদালতের ব্যবস্থা করা হয় যাকে বলে “মিনি পেনশন আদালত”। এটি একটি ছোট আকারের বা স্থানীয় পর্যায়ের আদালত, যেখানে পেনশনধারীদের অভিযোগগুলি স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments