সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
জানা গেছে এদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ এক যুবক হাতে পাথর নিয়ে নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে মন্ত্রীর বাড়ির অফিসে ঢুকে পড়ে এবং ওই পাথর দিয়ে অফিস ঘরের টেবিলের কাচ ভাঙচুর করে। বিষয়টি নজরে আসতেই মন্ত্রীর বাড়িতে পাহারায় থাকা রাজ্য পুলিশ কর্মীরা ওই যুবককে ধরে ফেলেন ও তাকে আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেন। ওই সময় মন্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। তবে যে ঘরের মধ্যে হামলার ঘটনা ঘটেছে, তার উপরের তলায় ছিলেন মন্ত্রী পত্নী সুদেষ্ণা ঘটক। স্বাভাবিক ভাবেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
সুদেষ্ণাদেবী বলেন,”আমি তখন দিদির (পুর কাউন্সিলার সোনা গুপ্তা) সঙ্গে বাড়ির উপরের ঘরে ছিলাম। হঠাৎ করে নিচের অফিস ঘরের মধ্যে কিছু পড়ার মতো শব্দ পাই। প্রথমে ভাবি নিচে তো পুলিশ আছে। তারা কেউ পড়ে গেছে। পরে চিৎকার চেঁচামেচি শুনে নিচে নেমে আসি ও দেখি টেবিলের কাঁচ ভেঙে পড়ে আছে। বাইরে এক যুবককে সবাই ধরে রেখেছে। তার হাতে একটা বড় ইঁট। জানতে পারি ওই যুবক ইট দিয়ে ভাঙচুর করেছে।” তিনি আরো বলেন, “খুবই ভয় পেয়েছি। আমি তো একাই থাকি। মন্ত্রী তো বাড়িতে নেই। থাকলে কি হতো জানিনা।”
পুলিশ সূত্রে জানা যায় ওই যুবক আসানসোল পুরনিগমের ৫৪ নম্বর ওয়ার্ডের কুমারপুরের কাছে কালীকাপুরের সায়েরপাড়ার বাসিন্দা বছর ২১ র ভিক্কি কেওড়া। কি কারণে এই যুবক মন্ত্রীর বাড়িতে ঢুকে হামলা চালালো, যুবককে জেরা করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা গেছে, আটক হওয়া যুবক কারোর ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য মন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন।
ঘটনার খবর পেয়ে প্রথমে পুলিশ বাহিনী নিয়ে মন্ত্রীর বাড়িতে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু। পরে যান আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস ও এসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর। পরে পৌঁছন মন্ত্রীর ভাই আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।
আসানসোল পুলিশ লাইনের অদূরে শহরের অন্যতম অভিজাত এলাকা আপকার গার্ডেনে প্রকাশ্য দিবালোকে খোদ রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় শহরের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন শিল্পাঞ্চলবাসী।