সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- নিজের মা কে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনা আসানসোলের কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকার। মৃতার নাম সুশিলা সিনহা (৪৫)। মর্মান্তিক ওই ঘটনার জেরে চাঞ্চল্য তৈরি হয় এলাকাজুড়ে।
জানা গেছে স্বামীর মৃত্যুর পর এলাকায় একটি মুদি দোকান চালাতেন বছর ৪৫-এর সুশীলাদেবী। তার দুই ছেলে। বড় ছেলে কাজের সূত্রে মুম্বাইয়ে থাকেন। ছোট ছেলে বিশাল মায়ের সঙ্গেই থাকত। স্থানীয়দের অভিযোগ বিশাল প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। যা নিয়ে মা-ছেলের অশান্তি লেগেই থাকত। মঙ্গলবার গভীর রাতেও বিশাল ও সুশীলা দেবীর মধ্যে অশান্তি বাধে। চিৎকার চেঁচামেচি শুনে পড়শিরা ছুটে গিয়ে সুশীলাদেবীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পড়শিদের দাবি লোহার রড দিয়ে আঘাত করে মাকে হত্যা করে বিশাল।
খবর দেওয়া হয় কুলটি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। পাশাপাশি অভিযুক্ত ছেলে বিশালকেও আটক করে।
প্রাথমিক তদন্তে পুলিশরে অনুমান ভারী কোন জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল সুশীলাদেবীর মাথায়। তবে কি কারণে এই খুন তা জানা যায়নি। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঠিক কি ঘটেছিল জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।



















