সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মা ছেলেকে ডাইনি অপবাদ ও হুমকি দেওয়ার অভিযোগ গ্রামবাসীর বিরুদ্ধে। ঘটনা আসানসোল উত্তর থানার রামপুর গ্রামে। ঘটনায় আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারটির পাশে দাঁড়িয়েছে ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতি।
রামপুর গ্রামের বাসিন্দা যুবক কান্ত হাঁসদা জানান, গ্রামের লোকেরা একসাথে তাকে এবং তার মাকে ডাইনি বলে অভিযুক্ত করছে। গ্রামে কেউ অসুস্থ হলেও গ্রামবাসীরা দাবি করেন তিনি ও তার মা ডাইনি। সেই কারণের গ্রামের মানুষ অসুস্থ হচ্ছে। এমনকি তাকে ও তার মাকে খুন করারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফলে তাঁরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতি পরিবারটির পাশে দাঁড়িয়েছে। সমিতির সদস্য রবিন হেমব্রম জানান, আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ প্রশাসনকে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, গ্রামে গিয়ে তদন্ত করা হবে।





