সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– শুক্রবার আসানসোলের ডামরার পলাশডাঙা জঙ্গল থেকে তরুণীর দেহ উদ্ধার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কিনারা করল দক্ষিণ থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতার প্রেমিককে। শুক্রবার রাতেই আসানসোল স্টেশন রোডের ১৩ নং মোড় থেকে রাকেশ পাসোয়ান নামে বছর একুশের যুবককে গ্রেফতার করা হয়।
ঘটনা প্রসঙ্গে জানা যায় মৃতা তরুণী ১৯ বছরের রুমা পাসোয়ান দুর্গাপুরের গোপালমাঠের ডিপিএস কলোনির বাসিন্দা ছিল। সে বেনাচিতি নেতাজি হিন্দি স্কুলে দশম শ্রেণিতে পড়তো। গত বৃহস্পতিবার স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় রুমা। পরিবারে তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরই মধ্য়ে শুক্রবার সকালে আসানসোলের ডামরায় পলাশডাঙা জঙ্গল থেকে তরুণীর দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে ডামরার ১০ নং এলাকার বাসিন্দা রাকেশ পাসোয়ান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার সঙ্গে রুমা পাসোয়ানের আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি রুমার অন্যত্র বিয়ে ঠিক করে পরিবার। এদিকে রাকেশ রুমাকে বিয়ে করতে চাইছিল। কিন্তু তরুণী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে খুনের পরিকল্পনা করে রাকেশ। দেখা করার নাম করে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে খুন করে। পুলিশের দাবি ধৃত খুনের কথা স্বীকার করেছে।
যদিও মৃতার পরিবারের তরফে দাবি করা হয়েছে তাদের মেয়েকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। যদিও পুলিশ জানিয়ে ময়নাতদন্তের রিপোর্টে সেরকম কোন তথ্য উঠে আসেনি। রিপোর্ট থেকে জানা গেছে তরুণীকে গলায় ফাঁস দিয়ে শ্বাস রোধ করে খুন করা হয়েছে।
অন্যদিক ধৃত যুবককের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের ১০৩/১ নং ধারায় একটি খুনের মামলা করেছে পুলিশ। শনিবার তাকে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।





