eaibanglai
Homeএই বাংলায়আসানসোল স্টেশনে চালু হলো "মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম"

আসানসোল স্টেশনে চালু হলো “মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম”

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আসানসোল স্টেশনে “মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম (এম-ইউটিএস )” চালু করল পূর্ব রেলের আসানসোল ডিভিশন। যাত্রী-বান্ধব টিকিটিং অভিজ্ঞতা প্রদান করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

১ মে বৃহস্পতিবার থেকে আসানসোল স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এই নতুন পদ্ধতিতে রেল কর্মীরা স্টেশন চত্বরে যেকোন জায়গায় থেকে টিকিট ইস্যু করতে পারবেন। এর ফলে প্রচলিত বুকিং কাউন্টারের সামনে ভিড় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা রেল কর্তৃপক্ষের। যাদের তাড়াহুড়ো রয়েছে এবং দীর্ঘ লাইনে দাঁড়ানো এড়াতে চান তাদের পক্ষে এই নতুন পদ্ধতি বিশেষ উপযোগি হবে।

এই নতুন পদ্ধতিতে একদিকে যেমন দ্রুত টিকিট কাটা যাবে তেমনই সময়ের অপচয়ও কমবে। যা যাযাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও উন্নততর করবে বলেই মনে করা হচ্ছে। যাত্রীদের এই নতুন পদ্বতিতে টিকিট কাটার পূর্ণ সদ্ব্যবহার করতে উৎসাহিত করছে রেল কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments