সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- জুয়া খেলা ও মাদক কারবার সহ অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় বেশ কয়েকজ জখম হয়েছেন। তাদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় আসানসোল পুরনিগমের ২৩ নং ওয়ার্ডের রেলপারের আজাদ বস্তি এলাকায়।
আসানসোল উত্তর থানার রেলপারের আজাদ বস্তি এলাকায় পাশের পাড়া হলদিবাড়ি এলাকার বাসিন্দা সুরজ এবং তার বন্ধুরা মিলে নিয়মিত জুয়ার আসর বসায় এবং অসামাজিক কার্যকলাপ করে বলে অভিযোগ। আজাদ বস্তির বাসিন্দা মহঃ নাসিম নামে এক যুবক এই ঘটনার প্রতিবাদ করেন ও অসামাজিক কাজকর্ম বন্ধ করার দাবি জানান। এরপরই সুরজ এবং তার বন্ধুরা নাসিমের বাড়িতে গিয়ে পরিবারের উপর হামলা চালালে স্থানীয়রা রুখে দাঁড়ায় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের জেরে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হন।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে ছুটে যায় আসানসোল উত্তর থানার পুলিশ এবং লাঠি উঁচিয়ে কোনমতে পরিস্থিতি সামাল দেয়। পরে সুরজ সহ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
এই ঘটনায় আক্রান্ত যুবকের পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।



















