eaibanglai
Homeএই বাংলায়আসানসোল পুরনিগমের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

আসানসোল পুরনিগমের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সম্প্রতি এক সরকারি নির্দেশে আসানসোল পুরনিগমের কমিশনার এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (আড্ডা) মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পদে গুরুত্বপূর্ণ রদবদল হয়। পুর কমিশনার রাজু মিশ্রকে রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের সচিব পদে বদলি করা হয়। তাঁর বদলে আসানসোল পুরনিগমের কমিশনারের দায়িত্ব দেওয়া হয় অদিতি চৌধুরীকে (আইএএস)।

বৃহস্পতিবার আসানসোল পুরনিগমের নতুন পুর কমিশনার পদের দায়িত্ব গ্রহণভার করলেন অদিতি চৌধুরী। এদিন পুরনিগমের কমিশনারের চেম্বারে বিদায়ী পুর কমিশনার রাজু মিশ্র অদিতি চৌধুরীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন পুর কমিশনারকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান মেয়র বিধান উপাধ্যায়।

প্রসঙ্গত, একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিক হিসেবে পরিচিত অদিতি চৌধুরী, এর আগে মহিলা ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দপ্তরের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments