eaibanglai
Homeএই বাংলায়বছরের প্রথম দিন আনন্দোৎসবে মাতলো আসানসোল শিল্পাঞ্চল

বছরের প্রথম দিন আনন্দোৎসবে মাতলো আসানসোল শিল্পাঞ্চল

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– নানা অনুষ্ঠান, আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ২০২৪কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। বছরের প্রথম দিনটা ভালো কাটলে পুরো বছর ভালো কাটবে, এই আশা নিয়েই বছর শুরুর দিনে আনন্দে উৎসবে মেতে থাকতে চায় আম জনতা। আসানসোল শিল্পাঞ্চলবাসীও তার ব্যতিক্রম নয়। বছরের প্রথম দিনেই পিকনিক থেকে ঘোরাঘুরি, আনন্দোৎসবের মধ্যে দিয়ে বর্ষবরণ করল শিল্পাঞ্চলবাসী।

এদিন এলাকার সবচেয়ে বড় পর্যটন গন্তব্য বা পিকনিক স্পট মাইথনে পর্যটকদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। মাইথনে পিকনিকের পাশাপাশি বাড়তি আকর্ষণ হলো নৌকা বিহার। সবাই এসেছিলেন পিকনিক করে ২০২৫ কে স্বাগত জানাতে। তবে শুধু আসানসোল শহর বা শিল্পাঞ্চল নয়, বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ড থেকে অনেকেই এদিন মাইথনে এসেছিলেন বর্ষ শুরুর আনন্দ নিতে। মাইথনের পাশাপাশি সিদাবাড়ি সহ আশপাশের পিকনিক স্পটেও এদিন ভিড় ছিলো চোখে পড়ার মতো।

অন্যিদকে বার্নপুরে দামোদর নদী লাগোয়া নেহেরু পার্কও ছিলো বেশ জমজমাট । জামুরিয়ার গুঞ্জন ইকোলজিক্যাল পার্কেও এদিন পর্যটকদের বেশ ভালোই ভিড় ছিল। এছাড়াও আসানসোল শহরের জিটি রোডের শতাব্দী পার্কে, শিল্পাঞ্চলের ছোট ছোট পিকনিক স্পটগুলোতেও অনেকেই এসেছিলেন বর্ষ শুরুর আনন্দে মাততে। দামোদর ও অজয় নদীর ধারেও এদিন অনেকেই নিজেদের মতো করে পিকনিক করে বর্ষবরণ করে।

অন্যদিকে মানুষের এই সমাগমে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পুলিশ প্রশাসন ছিল সতর্ক। শিল্পাঞ্চলের সমস্ত পিকনিক স্পট ও পর্যটনকেন্দ্রগুলিতে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। চলছে পুলিশের নজরদারি ও টহলদারি। ১৯ নম্বর জাতীয় সড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছে ট্রাফিক গার্ডের পুলিশ। এইসব জায়গায় গাড়ি দাঁড় করিয়ে পুলিশ কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে কিনা, তাও পরীক্ষা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments