eaibanglai
Homeএই বাংলায়অসহায় ছট পূণ্যার্থীদের পাশে সমাজসেবী

অসহায় ছট পূণ্যার্থীদের পাশে সমাজসেবী

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান- সামনেই ছট পুজো। আসানসোল ও তার পার্শ্ববর্তী এলাকায় বহু ভক্ত আছেন যারা ছট পুজো করেন। আর্থিক কারণে ছট পুজোর জন্য প্রয়োজনীয় ৩১ টি উপকরণ সংগ্রহ করা অনেকের কঠিন হয়ে পড়ে। ফলে তারা যথেষ্ট কষ্টে থাকেন। কিন্তু তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা স্থানীয় লি ক্লাবের সম্পাদক কৃষ্ণ প্রসাদ জী। তিনি আসানসোল শিল্পাঞ্চলের ৯ টি বিধানসভা কেন্দ্রের অসহায় ছট ভক্তদের হাতে ছট পুজোর জন্য প্রয়োজনীয় ৩১ টি উপকরণ তুলে দেওয়ার কথা ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী কৃষ্ণ প্রসাদ জী গত ২১ শে অক্টোবর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে রাণীগঞ্জ, জামুরিয়া ও পাণ্ডেশ্বরের বিভিন্ন এলাকায় ছট ভক্তদের হাতে উপকরণগুলি তুলে দেন। এইগুলো হাতে পেয়ে এলাকাবাসী খুব খুশি। প্রবীণরা দু’হাত তুলে তাকে আশীর্বাদ করেন।

এই আশীর্বাদ পেয়ে কৃষ্ণ প্রসাদ জী অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন, গত ২৮ বছর ধরে তিনি মানুষের জন্য বিভিন্ন ধরণের সমাজসেবামূলক কাজ করে আসছেন। আগামী দিনেও তিনি একইভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments