সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– দিন আটেক আগেই আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মন্দিরের কাছে জাতীয় সড়কে ধসের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ফের আসানসোলের এথোডা মোড়ের কাছে জাতীয় সড়কে ধসের ঘটনা ঘটলো। এই ধসে রাস্তায় তৈরি হয়েছে বড় গর্ত। ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়। পাশাপাশি ধসের এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে ওই নেলে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়।
এদিন ধসের খবর পেয়ে জাতীয় সড়ক অথরিটি কর্তৃপক্ষ,পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও এলাকা পরিদর্শন করেন। এই বিষয়ে জাতীয় সড়ক অথরিটি কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এলাকার নিচে ইসিএলের কয়লা খনি ছিল, সেগুলি সঠিকভাবে ভরাট করা হয়নি। যার জেরে বার বার ধসের ঘটনা ঘটছে।
অন্যদিকে, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, ওই জায়গা দিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন গেছে। সেই পাইপলাইনে কোন ফাটল ধরেছে কিনা, তা পিএইচইর ইঞ্জিনিয়ারদের এদিনই খতিয়ে দেখতে বলা হয়েছে। যদি, কিছু পাওয়া যায়, তাহলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।





