সংবাদদাতা আসানসোলঃ– কোলিয়ারির নোটিশ ঘিরে ধোঁয়াশা। শুরু হয়েছে জল্পনা। ঘটনা কুলটির সেল কারখানার অধীন রামনগর কোলিয়ারির।
জানা গেছে কুলটি সেল কারখানার অধীন রামনগর কোলিয়ারি কর্তৃপক্ষের তরফে কুলটির রামনগর গ্রাম জুড়ে দুটি নোটিশকে ঘিরে জল্পনা সৃষ্টি হয়েছে গ্রামে। জল্পনার মূল কারণ হল নোটিশটি লেখা হয়েছে সাদা কাগজে। গ্রামবাসীদের মতে নোটিশটি কোলিয়ারি বা সেল কারখানার লেটার প্যাডে লেখা হয়নি। ওই সাদা কাগজের নোটিশে লেখা রয়েছে এলাকায় একটি প্রজেক্ট তৈরি করা হবে তার জন্য গ্রামের প্রত্যেকটি বাড়িতে সার্ভে করা হচ্ছে।
অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ রামনগর কোলিয়ারি কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাইলে তারা স্পষ্ট ভাবে কিছু জানাচ্ছেন না। কিসের নোটিশ, কিসের প্রজেক্ট এবং কোনখানে প্রজেক্ট করা হবে সে বিষয়েও কোলিয়ারি কর্তৃপক্ষ কিছু জানাতে চাইছে না বলে ধোঁয়াশা আরও দানা বেঁধেছে। গ্রামবাসীদের দাবি কোলিয়ারি কর্তৃপক্ষ স্পষ্ট কিছু না জানিয়েই বাড়ি বাড়ি সার্ভে চালু করে দিয়ছেয়, যা নিয়ে ধোঁয়াশার সাথে সাথে রীতিমতো আতঙ্কের পরিবেশে তৈরি হয়েছে গ্রামের বাসিন্দাদের মধ্যে।