সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– মাঠে ছাগল চড়াতে গিয়ে যৌন হেনস্তার শিকার হল ১৩ বছরের এক আদিবাসী নাবালিকা। অভিযোগ তাকে ধাওয়া করে ধরে যৌন হেনস্থা করে কয়েকজন। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত পাঁচগাছিয়ার কদমধাওড়া এলাকার।
নির্যাতিতা নাবালিকার বাবা জানিয়েছেন, গত শুক্রবার দোলের দিন দুপুরে তার মেয়ে বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে গিয়েছিল। তখন ওই মাঠে বসে মদ খাচ্ছিলো জগন্নাথ রুইদাস, বাপি রায় সহ আরো দুই যুবক। সেই সময় বাপি ও জগন্নাথ ধাওয়া তার মেয়েকে ধাওয়া করে। মেয়ে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু কিছু দূরে মেয়েকে তারা ধরে ফেলে ও নানা ভাবে যৌন হেনস্তা করে। সেই সময় এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকে দেখে দুই যুবক পালিয়ে যায়। মেয়ে বাড়ি ফিরে পুরো ঘটনা জানায়।
এদিনই আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। পুলিশ বিএনএস ও পকসো আইনের একাধিক ধারায় মামলা করে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত জগন্নাথ রুইদাস সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে ঘটনার প্রতিবাদে রবিবার সকালে আসানসোল উত্তর থানার সামনে আদিবাসী সাম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখায়। বিক্ষোভরত মহিলাদের হাতে দেখা যায় বঁটি, লাঠি ইত্য়াদি। তাদের দাবি অবিলম্বে আরো দুজনকে গ্রেফতার করতে হবে। ঘটনায় এখনো পুলিশ দুজনে গ্রেফতার করেছে এবং দুজনের তল্লাশি চলছে।পাশাপাশি ঠিক কি ঘটনা ঘটেছিল, তাও তদন্ত করে দেখছে পুলিশ।





