eaibanglai
Homeএই বাংলায়উড়ন্ত ধুলোর আতঙ্ক, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

উড়ন্ত ধুলোর আতঙ্ক, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ধুলোর ঘন আস্তরণে পিছনে আসা গাড়ির চালকরা কিছুই দেখতে পান না, ফলে যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। উড়ন্ত ধুলোর কারণে ভয়াবহ দুর্ঘটনার জোনে পরিণত জামুড়িয়ার তপসী এলাকার ১৪ নম্বর জাতীয় সড়কের তপসী রেলওয়ে ওভারব্রিজ। বাড়ছে উদ্বেগ ও আশঙ্কা।

স্থানীয়দের দাবি, নানা কারণে এই বিপদের পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন, জামুড়িয়া শিল্পাঞ্চলের মাঝখান দিয়ে অবস্থান করা এই আরওবির উপর দিয়েই কারখানায় যাওয়ার অধিকাংশ মালবাহী ট্রাক চলাচল করে। সেইসব ট্রাকের শরীর থেকে ঝরে পড়া ছোট ছোট ধুলিকণাগুলি আরওবির উপর জমে থাকে। আবার আরওবির নিচে গুরুত্বপূর্ণ রেলওয়ে সাইডিং রয়েছে, সেখানে যাতায়াত করা পণ্যবাহী ওয়াগনগুলিও অনেক সময় ঢাকা থাকে না। ফলে রাস্তার উপর ধুলো ছড়িয়ে পড়ে। এছাড়া সার্ভিস রোডের অবস্থা এতটাই খারাপ যে বর্ষার সময় সাইডিং থেকে সার্ভিস রোডের মাধ্যমে যাতায়াতকারী মালবাহী গাড়িগুলিতে চাকা ও তলায় কাদামাটি লেগে আরওবিতে উঠে আসে। পরে সূর্যের তাপে শুকিয়ে সেই কাদামাটি ধুলোর রূপ নেয় এবং রাস্তা জুড়ে উড়তে থাকে।

স্থানীয় ও ওই রাস্তা দিয়ে যাতায়াতকারীদের অভিযোগ, ধুলোর জন্য সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় বাইক আরোহী ও ছোট গাড়ির চালকদের। সামান্য হাওয়া বা ভারী গাড়ির শব্দ হলেই এমন ভাবে ধুলো ওড়ে যে সামনে কিছুই দেখা যায় না। হঠাৎ ব্রেক কষতে হয়, ফলে পেছনের গাড়ির সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। এদিকে পঞ্জাবী মোড় থেকে হরিপুরমুখী লেনে প্রতিদিন অসংখ্য ভারী যান চলাচল করে। যা বিপদের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষক ও একাধিকবার অভিযোগ জানানোর পরও স্থায়ী সমাধানের কোন ব্যবস্থা করা হয়নি। স্থানীয়রা নিয়মিত ওই রাস্তা পরিস্কার ও এলাকা জুড়ে জল ছড়ানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments