eaibanglai
Homeএই বাংলায়বিধায়কের সহযোগিতায় চালু হল "এক টাকার পাঠশালা"

বিধায়কের সহযোগিতায় চালু হল “এক টাকার পাঠশালা”

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– নিজের বিধানসভা এলাকার গ্রামীণ অংশে শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা নিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর সহযোগিতায় ও সামাজিক সংগঠন ” আসানসোল দোসর ” এর উদ্যোগে আসানসোল দক্ষিণ বিধানসভার তালকুড়ি গ্রামে খোলা হল “এক টাকার পাঠশালা”।

বুধবার পাঠশালার ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। সঙ্গে ছিলেন “আসানসোল দোসর” র সভাপতি ডাঃ অশোক রায় সহ অন্যরা। আগামী দিনে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালাঝড়িয়া গ্রামেও এমনই আরেকটি একটাকার স্কুল খোলা হবে বলে জানান বিধায়ক।

কিন্তু কেন এই উদ্যোগ? এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করে। কিন্ত আর্থিক অবস্থার কারণে তাদের অভিভাবকরা শিশুদের টিউশনে দিতে পারে না। তাই এক টাকার পাঠশালা চালু করা হল। এখানে শিশুদের এবং তাদের অভিভাবকদের পড়াশোনা হবে।”

অন্যদিকে এক টাকার পাঠশালা চালু হওযায় খুশি গ্রামের মানুষ। তারা এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন।আগামীদিনে এই এক টাকার পাঠশালা কতটা জনপ্রিয় হয়ে উঠে সেটাই এখন দেখার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments