সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- অবশেষে শুরু হল বার্নপুরের কালাঝরিয়ায় দামোদরে ভেঙে পড়া পিএইচইর পাইপলাইন যাওয়ার লোহার স্ট্রাকচারাল ব্রিজ মেরামতের কাজ । গত বুধবার দুপুরে ভেঙে পড়েছিল ব্রিজটি। যার জেরে জল সরবরাহ ব্যাহত হয়। তবে কবে জল সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিৎ করে বলতে পারেননি পিএইচইর ইঞ্জিনিয়াররা। যদিও ট্যাঙ্কার পাঠিয়ে জল সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পিএইচই দপ্তর।
এই বিষয়ে কালাঝরিয়ায় পিএইচইর এক কর্মী জানান, এই পাইপলাইন থেকে জল রানিগঞ্জের সিয়ারসোল ট্যাঙ্কে পাঠানো হতো। স্বাভাবিক ভাবেই সেই পাইপলাইন ভেঙে পড়ায় জল সরবরাহ ব্যাহত হবে। তবে, বিকল্প একটা ব্যবস্থা থেকে জল তুলে সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান।





