সংবাদদাতা,আসানসোলঃ- একদিন আগেই বারাবনি থানার ইনচার্জ এস.আই মনোরঞ্জন মণ্ডলকে অন্ডাল থানার ওসির দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছিল। কিন্তু সেই দায়িত্ব ভার গ্রহণের আগেই নেমে এল সাসপেন্ডের খাঁড়া। গতকাল বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বারাবনি থানার ইনচার্জকে সাসপেন্ডের কথা জানানো হয়। বজ্ঞপ্তিতে জানানো হয়েছে অপেশাদার আচরণ এবং দায়িত্বে অবহেলার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় তদন্দ শুরু হয়েছে। এই ঘটনায় আসানসোল দুর্গাপুরের পুলিশ মহলে আলোড়ন পড়ে গিয়েছে।
প্রসঙ্গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কলকাতার ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রী পুলিশের একাংশের বিরুদ্ধে সরাসরি ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন ও কড়া বার্তা দেন। তারপরই ভার্চুয়াল বৈঠক ডেকে বেআইনি কার্যকলাপে পুলিশ কর্মীদের যুক্ত থাকা নিয়ে সরব হন ডিজি রাজীব কুমারে । পাশাপাশি প্রয়োজনে করা পদক্ষেপ নেবারও নির্দেশ দেন তিনি। এর পরেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।
জানা গেছে, অনেক দিন ধরেই অভিযুক্ত ইনস্পেক্টরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। উল্লেখ্য, বেশ কিছু দিন আগেই বারাবনি থানায় তৃণমূলের এক নেতার জন্মদিন পালন করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আরও কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হতে পারে।