সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– রাজ্যের নিষেধাজ্ঞা না মেনে আলু রপ্তানির চেষ্টা ভেস্তে দিল আসানসোলের বারাবনি থানার পুলিশ। আলু বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করার পাশাপাশি চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করে হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
জানা গেছে, অন্যদিনের মতো শুক্রবার রাতে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত রুনাকুড়াঘাটে নাকা চেকিং করছিলো বারাবনি থানার পুলিশ। সেই সময় ঝাড়খণ্ড গামী একটি ১২ চাকার ট্রাককে দাঁড় করিয়ে তল্লাশি চালাতে চোখ কপালে ওঠে পুলিশের। চালানে পলিথিন নিয়ে যাওয়ার কথা লেখা থাকলেও পরীক্ষা করতে গিয়ে পুলিশ দেখে ট্রাকে করে আলু পাচার হচ্ছে। এরপরই ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গতঃ, দিন কয়েক আগেই রাজ্যে আলুর দাম বৃদ্ধি ও ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নে বৈঠক করে এই রাজ্য থেকে যাতে বাইরের রাজ্যে আলু না-যায়, তা নিয়ে রাজ্যের সীমাগুলিতে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। তারপরই নড়েচড়ে বসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।