eaibanglai
Homeএই বাংলায়আইসিএসই'তে চমক, আসানসোলের প্রত্যুষকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আইসিএসই’তে চমক, আসানসোলের প্রত্যুষকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চলতি শিক্ষাবর্ষে আইসিএসই পরীক্ষায় ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে সকলকে চমকে দিয়েছে আসানসোলের প্রত্যুষ রায় মিশ্র। সেন্ট প্যাট্রিক্স স্কুলের ছাত্রের এই দুর্দান্ত সাফল্যে খুশি প্রকাশ করে খোদ অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার প্রত্যুষের আসানসোলের বাসভবনে গিয়ে শিক্ষা বিভাগের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর লিখিত বার্তা ও পুষ্পস্তবক কৃতী ছাত্রের হাতে তুলে দেন। জানা গেছে লিখিত বার্তায় অভিনন্দন জানানোর পাশাপাশি প্রত্যুষকে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন প্রত্যুষ তার সাফল্যের জন্য স্কুল, শিক্ষক শিক্ষিকা এবং পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা করে জানায়, এঁরা সকলে তাকে উৎসাহিত করেছেন। আসানসোলের এই কৃতী ছাত্রের ইচ্ছা চিকিৎসা ক্ষেত্রে মানব জাতির জন্য কোনো অবদান রেখে যাওয়া। অন্যদিকে ছেলের সাফল্যে গর্বিত প্রত্যুষের বাবা মা জানান, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা পরায়ণ প্রত্যূষের এই সাফলতার কারণ।

প্রসঙ্গত উল্লেখ্য প্রত্যুষের বাবা ডাঃ প্রবীণ রায় আসানসোলের একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ এবং আসানসোলের একটি চক্ষু হাসপাতালের কর্ণধার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments