সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– পিএফ,ইএসআই, ১৫হাজার টাকা বেতন, ইউনিফ্রম সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ফের বিক্ষোভ দেখাল আসানসোল পৌরনিগমের সাফাই কর্মীরা। প্রসঙ্গত সপ্তাহখানেক আগেই এই একই দাবি নিয়ে সরব হয়েছিল পুর সাফাই কর্মীরা। পুরনিগমের সামনে বিক্ষোভও দেখিয়েছিল। সেই সময় মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, মেয়র সদস্য গুরুদাস চ্যাটার্জী, মানস দাসের উপস্থিতিতে বিক্ষোভে ইতি টানেন সাফাইকর্মীরা। তাদের আলোচনার জন্য ২১ শে নভেম্বর দেখা করতে বলা হয়। সেই নির্দেশ মতো এদিন সকাল থেকে পুরনিগমের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে সাফাই কর্মীরা। পরে সাফাই কর্মীদের একটি দল মেয়রের সঙ্গে দেখা করে।
মেয়রের সঙ্গে সাক্ষাতের পর সাফাই কর্মী অরুন বাউড়ী জানান, সাড়ে ৮হাজার টাকা বেতনে সাফাই কর্মীরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তাই বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিদাওয়া নিয়ে এর আগে তারা মেয়রকে ডেপুটেশন দিয়েছিলেন। যদিও মেয়র বিধান উপাধ্যায় এদিন তাদের আগামী ২৮তারিখ সময় দিয়েছেন। সেদিন তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন। যদিও বিক্ষোভরত সাফাইকর্মীরা এদিন স্পষ্ট জানিয়ে দেন তাদের দাবি পূরণ না হলে তারা বড় আন্দোলনের পথে হাঁটবেন।