সংবাদদাতা,আসানসোলঃ- বর্ষায় বেহাল দশা ব্য়স্ততম ও গুরুত্বপূর্ণ আসানসোল পুরুলিয়া রাস্তার প্রায় ৬ কিলোমিটার এলাকা। খানাখন্দে ভরেছে রাস্তা। প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। নাজেহাল সাধারণ মানুষ। অভিযোগ হুঁশ নেই প্রশাসনের।
আসানসোল ও পুরুলিয়া অর্থাৎ দুই জেলার সংযোগকারী রাস্তার রাধানগর থেকে ডিসেরগড় পর্যন্ত প্রায় ৬কিলোমিটার রাস্তার করুণ অবস্থা। তার উপর বর্ষা শুরু হয়ে যাওয়ায় খানা, খন্দে জল জমে পরিস্থিতি আরও খারাপ। স্থানীয়দের দাবি বলতে গেলে প্রাণ হাতে নিয়ে নিত্যদিন যাতাযাত করতে হয়। এছাড়াও খারাপ রাস্তার জেরে গাড়ির যান্ত্রাংশও বিকল হয়ে যায় নিত্যদিন। স্থানীয় পথচারী থেকে বাহন চালকদের অভিযোগ রাস্তার পাশের নিকাশি নালা ভেঙে সেই জল রাস্তায় জমে। তার পাশাপাশি বর্ষার জল তো রয়েইছে। সব মিলে কোথায় খানাখান্দ বোঝা যায় না। ফলে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে। আবার খানা খন্দের কারণে মাঝে মাঝে বড় পর্ণ্যবাহী গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে যান যটের সৃষ্টি হয়। তার উপর আবার রয়েছে গাড়ির রেষারেষি।
স্থানীয়দের অনেকে আবার জানিয়েছেন এর আগে রাস্তাটি একাধিকবার সংস্কারের কাজ হয়েছে। ভালোভাবে কাজ না হওয়ায় বার বার ফের খানাখন্দে ভরে যায়।
এদিকে দুই জেলা সংযোগকারী এই রাজ্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন দুই জেলার প্রায় কয়েক হাজার মানুষ যাতাযাত করে এই রাস্তায়। ফলে রাস্তাটি নতুন করে তৈরির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা থেকে এই রাস্তায় যাতায়াতকারী যানবাহন চালক, যাত্রাী সকলে।





