eaibanglai
Homeএই বাংলায়বস্তা ছিঁড়ে মাঝ রাস্তায় অজগর, জমলো ভিড়

বস্তা ছিঁড়ে মাঝ রাস্তায় অজগর, জমলো ভিড়

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বস্তা ছিঁড়ে মাঝ রাস্তায় পড়ল আস্ত অজগর! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশালাকার সাপ দেখতে জমে যায় উৎসাহী মানুষের ভিড়। ঘটনা আসানসোলের সালনপুর ব্লকের আছড়া গ্রামের।

ঘটনা সূত্রে জানা যায় গত কয়েক দিন ধরেই আছড়া হরি মন্দিরের কাছে বিশাল আকৃতির একটি অজগরকে দেখতে পাচ্ছিলেন এলাকাবাসী। এদিন সকালে সেটি স্থানীয় পুকুরের দিকে যাওয়ার সময় জালে আটকে পড়ে। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় বন্যপ্রাণীদের নিয়ে কাজ করা পিঠাকিয়ারির হেমন্ত কুমারকে। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সাপটিকে উদ্ধার করে বস্তায় ভরে ফেলেন। তিনি দেখেন সাপটির শরীরে একটি ক্ষত রয়েছে। সাপটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে রূপনারায়ণপুর তৃণমূল কার্যালয়ের কাছাকাছি এলাকায় বস্তা ছিঁড়ে সাপটি রাস্তার মাঝে পড়ে যায়। রাস্তার মাঝে বিশালাকার সাপ দেখে মুহূর্তের মধ্যে বহু মানুষ জড়ো হয়ে যান।

জানা যায়, স্ত্রী অজগরটির বয়স প্রায় পাঁচ বছর। ওজন প্রায় দশ কেজি। লম্বায় প্রায় ৮ ফুট। হেমন্ত বাবু জানান, অজগরটি এখনো শিশু। তার শরীরের ক্ষত মারাত্মক নয়। চিকিৎসকের সহযোগিতায় তার ক্ষতস্থানে সেলাই করে ওষুধপত্র দিলেই সে সুস্থ হয়ে উঠবে। তারপরে বন দপ্তরের সহযোগিতায় উপযুক্ত জঙ্গল এলাকায় অজগরটিকে পুনর্বাসিত করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments