eaibanglai
Homeএই বাংলায়ফের লোকালয় থেকে বিশালাকার অজগর উদ্ধার

ফের লোকালয় থেকে বিশালাকার অজগর উদ্ধার

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের রূপনারায়ণপুর সংলগ্ন চিতলডাঙ্গা থেকে উদ্ধার বিশালাকার অজগর সাপ। যার ওজন প্রায় ২০ কেজি এবং লম্বায় প্রায় ১২ ফুট।

স্থানীয় সূত্রে জানা গেছে চিতলডাঙ্গার হরেকৃষ্ণ মন্দির এলাকায় বিশালাকার ওই সাপটিকে দেখতে পান স্থানীয়রা। তাদের মধ্যে দুই যুবক দীপক এবং কুন্দন সাপটিকে উদ্ধার করেন। স্থানীয় এক বাসিন্দার বাড়ির উঠোনে সাপটিকে রাখা হয় এবং বনকর্মীদের খবর দেওয়া হয়। পরে বনকর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

অন্যদিকে বিশালাকার ওই অজগর ধরতে গিয়ে এক যুবক জখম হন। তার হাতে কামড়ে দেয় সাপটি। তাকে দ্রুত পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে লোকালয়ে অজগর সাপ উদ্ধার নিয়ে ফরেস্ট রেঞ্জ অফিসার বিশ্বজিৎ শিকদার জানান, মূলত শুকনো পাহাড়ি এলাকা ও বালি -পাথুরে অঞ্চলে অজগরের দেখা মেলে। ছোটনাগপুর মালভূমির শেষ প্রান্ত এই শিল্পাঞ্চলের জঙ্গলেও অজগরের দেখা পাওয়া যায়। তবে সম্প্রতি লোকালয়ে এই সাপের দেখা মিলছে। এর মূল কারণ খাদ্যশৃঙ্খলের অবনতি। জঙ্গলে খাদ্যের অভাব দেখা দেওয়ায় খাবারের খোঁজে এরা লোকালয়ে ঢুকে পড়ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দুদিন আগেই সালানপুর ব্লকের আছড়া হরি মন্দির এলাকা থেকে প্রায় দশ ফুট লম্বা একটি অজগর উদ্ধার হয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments