সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রেল ফটকে ট্রাকে ধাক্কা এক্সপ্রেস ট্রেনের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব রেলের আসানসোল রেল ডিভিশনের জসিডি–মধুপুর শাখার রোহিণী–নাবাডিহ রেল ফটকে। তবে দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে ওই রেল ফটকে ব্যাপক যানজট ছিল। সেই সময় একটি চালভর্তি ট্রাক রেললাইন পার হচ্ছিল। গেটম্যান পঙ্কজ কুমার জানান, লেভেল ক্রসিংয়ে ব্যাপক যানজট থাকার জন্য গেট বন্ধ করা যায়নি। সেই অবস্থায় ডাউন লাইনে দ্রুতগতিতে গোন্ডা–আসানসোল এক্সপ্রেস চলে আসে এবং ট্রাকটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় ট্রাকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ট্রেনের ইঞ্জিনেও বড়সড় ক্ষতি হয়। এছাড়াও ট্রেন ও ট্রাকের সংঘর্ষের সময় দুটি মোটরবাইকও ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত মোটরবাইক আরোহীরা সময় মতো সরে যেতে পারায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
অন্যদিকে এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য আপ ও ডাউন দুটি রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন আধিকারিকরা ও আরপিএফ রেলওয়ে সুরক্ষা বাহিনীর জওয়ানরা পৌঁছান। দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করতে মেরামতির কাজ শুরু হয়। পরে দ্রুততার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
স্থানীয়দের মতে, ট্রেনের গতি আরো বেশি হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো ৷ তাতে প্রাণহানির আশঙ্কাও ছিল।



















