রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: দেশাত্মবোধক উৎসাহ এবং জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পূর্ব রেলের আসানসোল বিভাগের ডিআরএম অফিসে পালিত হলো ৭৯ তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন আসানসোলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রীমতী বিনিতা শ্রীবাস্তব। পরে ‘গার্ড অফ অনার’ প্রদর্শন করেন আরপিএফ জওয়ানরা।
দেশের জন্য জীবন উৎসর্গকারী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রীমতী শ্রীবাস্তব যাত্রী ও সুলভ মূল্যে পণ্য পরিবহনে ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আসানসোল বিভাগের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, বিগত বছরে এই বিভাগ ছিল শূন্য দুর্ঘটনা যুক্ত। শিশু উদ্ধার ও মানব পাচারকারীদের গ্রেপ্তার করার জন্য তিনি আরপিএফ এর প্রশংসা করেন। যাত্রী ও কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও তিনি আলোকপাত করেন।
তিনি আরও বলেন – যারা চেষ্টা করে তারা সফল হবেই এবং তাদের পক্ষে কিছুই অসম্ভব নয়।
বিভাগীয় সাংস্কৃতিক সমিতি, ভারত স্কাউটস অ্যান্ড গাইডের সদস্য এবং রেলওয়ে স্কুলের ছাত্রছাত্রীরা একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শাখা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা, তত্ত্বাবধায়ক, কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা।





