সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আরপিএফের ” অপারেশন আমানত ” কর্মসূচিতে যাত্রীদের হারানো ব্যাগ উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়া হল। এই কর্মসূচিতে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্ডাল ওপেন লাইন ও মধুপুর পোস্টের আরপিএফের কর্মীরা নিয়মিত তল্লাশির সময় দুটি হারানো ব্যাগ উদ্ধার করে। ব্যাগগুলিতে একটি মোবাইল ফোন সহ ব্যক্তিগত জিনিসপত্র ছিলো। যা যাচাই এবং প্রয়োজনীয় পদক্ষেপের পরে তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, “অপারেশন আমানত” র আওতায় যাত্রীদের হারিয়ে বা খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার করা আরপিএফ বা রেলওয়ে সুরক্ষা বাহিনীর একটি বিশেষ উদ্যোগ। যার লক্ষ্য যাত্রীদের হারানো বা হারিয়ে যাওয়া লাগেজ সনাক্ত করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ফেরত দেওয়া। এই অভিযান কেবল মূল্যবান জিনিসপত্রের অপব্যবহার রোধ করে না বরং যাত্রীদের আশ্বস্ত করে যে রেলওয়ে সুরক্ষা বাহিনী সজাগ এবং যাত্রী সুরক্ষার প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ।





