সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- এত দিন ব্যাগের নির্দিষ্ট ওজন এবং মাপ নিয়ে কড়াকড়ি ছিল বিমানবন্দরে। এ বার সেই নিয়ম ট্রেনযাত্রীদের জন্যও কার্যকর করল রেল কর্তৃপক্ষ। স্টেশনে যাত্রীদের মালপত্র ওজন করে দেখা হবে। মালপত্রের নির্দিষ্ট পরিমাণের বেশি হলে জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। নিরাপদ ও স্বচ্ছন্দ ভ্রমণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল।
নিয়ম অনুযায়ী এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরা ৭০ কেজি, এসি টু টায়ারের যাত্রীরা ৫০ কেজি, এসি থ্রি টায়ার ও স্লিপার ক্লাসের যাত্রীরা ৪০ কেজি এবং পর্যন্ত সাধারণ কামরার যাত্রীরা সর্বোচ্চ ৩৫ কেজি মালপত্র নিয়ে উঠতে পারবেন ট্রেনে।
পূর্ব রেলের আসানসোল ডিভিশনে শুরু হয়েছে যাত্রীদের ব্যক্তিগত লাগেজের ওজন পরীক্ষা। আসানসোল স্টেশনের প্রবেশপথে পোর্টেবল ডিজিটাল ওজন মেশিন বসানো হয়েছে। যেখানে ব্যক্তিগত লাগেজের ওজন পরীক্ষা করা হচ্ছে। উৎসবের মরশুমে শুরু হলেও রেল সূত্রে খবর, এই উদ্যোগ সারা বছর জুড়েই কার্যকর থাকবে।
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্যান্য স্টেশনেও ধীরে ধীরে এই লাগেজ চেকিং চালু করার পরিকল্পনা চলছে বলে রেলের তরফে বলে জানা গেছে। যাত্রীদের রেল কর্মীদের সাথে সহযোগিতা করার, লাগেজ নিয়ম মেনে চলার এবং সেই অনুযায়ী তাদের ভ্রমণ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
রেলের তরফে অবশ্য জানানো হয়েছে, এই নিয়ম আগেও ছিল। কিন্তু খাতায়কলমে তা থাকলেও সে ভাবে কার্যকর করা হয়নি। এর ফলে যাত্রীদে সুরক্ষার পাশাপাশি রেলের রাজস্বও বাড়বে।





