সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- এক সিলিকোসিস রোগীর মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের সালানপুরে। মৃত রোগীর নাম মনিলাল হেমব্রোমের (২৪ ), তিনি সালানপুরের দেন্দুয়ার বনজেমারির বাসিন্দা ছিলেন । মূলত ঝাড়খণ্ডের বাসিন্দা মনিলাল কর্মসূত্রে বনজেমারির রামডি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তিনি সালানপুর ব্লকের দেন্দুয়ায় এলাকায় একটি বেসরকারি সেরামিক্স কারখানার শ্রমিক ছিলেন। সেই কারখানায় কাজ করতে করতেই দূষণের জেরে সিলিকোসিস রোগে আক্রান্ত হন তিনি। গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের তরফে তাঁকে সিলিকোসিস রোগীর প্রমাণ পত্রও দেওয়া হয়েছিল। সম্প্রতী তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আসানসোলে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। মনিলালের পরিবারে স্ত্রী ও কন্যা সন্তান ছাড়া আর কেউ নেই ।
এদিন তাঁর মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। স্ত্রী সরিতা হাঁসদা এবং স্থানীয়রা দাবি করেন সরকারি নিয়মমাফিক সিলিকোসিস রোগীদের যে ক্ষতিপূরণ পাওয়ার কথা তা সব দেওয়া হোক। এরপরই মৃত পরিবারের সদস্যদের নিয়ে এলাকায় দূষণ রোধ ও ক্ষতিপূরণের দাবিতে আসানসোল চিত্তরঞ্জন রাস্তার দেন্দুয়া মোড়ে মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিজেপি। ” স্টপ পলিউশন, স্টপ সিলিকোসিস ” লেখা ব্যানার নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। বিজেপি নেতা চিন্ময় তেওয়ারি বলেন, “দেন্দুয়া এলাকার কারখানা থেকে যে দূষণ ছড়াচ্ছে তাতে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন । আমাদের একটাই দাবি মনিলালের পরিবারের ক্ষতিপূরণ ও এলাকায় দূষণ নিয়ন্ত্রণ করে সিলিকোসিস রোগ আটকাতে হবে।” বিজেপি নেতা অভিজিৎ রায় বলেন, “সিলিকোসিস রোগে আক্রান্ত কর্মী ও তাঁদের পরিবার এবং কারখানার কর্মীদের পাশে বিজেপি রয়েছে।”
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ এবং পুলিশের তরফে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। জানা যায় পুলিশ প্রশাসন মৃতের পরিবারের সদস্যদের নগদ ১ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন। তার মধ্যে এদিনই ৫৫ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়। তবে সরকারি ক্ষতিপূরণ না পেলে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা।





