সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- “অপারেশন নানহে ফরিস্তে” কর্মসূচিতে উল্লেখযোগ্য মাইল স্টোন অর্জন করল পূর্ব রেলের নিরাপত্তা বাহিনী আরপিএফ। এই কর্মসূচিতে শুধু গত জানুয়ারি মাসে পূর্ব রেলের বিভিন্ন স্টেশন থেকে ৭০ জন নাবালক ও নাবালিকাকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে বা উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিরাপদ হেফাজত নিশ্চিত করেছেন আরপিএফের জওয়ানরা।
রেল সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া নাবালক নাবলিকাদের মধ্যে ৪১ জন নাবালক এবং ২৯ জন নাবালিকা। যাদের গত মাসের বিভিন্ন সময়ে হাওড়া,শিয়ালদহ,আসানসোল ও মালদহ ডিভিশন থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২৭ জন ছেলে এবং ১৫ জন মেয়েকে হাওড়া থেকে,১ জন ছেলে এবং ৩ জন মেয়েকে শিয়ালদহ থেকে,৬ জন ছেলে এবং ৯ জন মেয়েকে আসানসোল খেরে ও ৭ জন ছেলে এবং ২ জন মেয়েকে মালদহ ডিভিশন থেকে উদ্ধার করা হয়েছে।
অসহায় নাবালক নাবালিকাদের সুরক্ষা এবং সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পূর্ব রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ বাহিনীর জওয়ানরা, যা পূর্ব রেলের যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে এক উৎকৃষ্ট উদাহরণ তৈরি করেছে। আরপিএফ বাহিনীর কার্যক্ষেত্রে নিষ্ঠা, সতর্কতা এবং তাৎক্ষণিক পদক্ষেপ যথেষ্ঠ প্রশংসার দাবি রাখে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।





