eaibanglai
Homeএই বাংলায়অজয় থেকে বালি চুরি, আটক ৬টি ট্রাক, জরিমানা

অজয় থেকে বালি চুরি, আটক ৬টি ট্রাক, জরিমানা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলায় অজয় ও দামোদর থেকে অবৈধ বালি পাচারের অভিযোগ নতুন নয়। এই অবৈধ পাচার চক্র রুখতে তদন্তও করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এরই মধ্যে বার বার উঠছে অবৈধ বালি পাচারের অভিযোগ। অভিযোগ পেয়ে তৎপরতা দেখাল পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় অভিযান চালায় জামুরিয়া থানার পুলিশ। ৬০ নম্বর জাতীয় সড়কের চাকদোলা মোড়ের কাছে ওই অভিযানে ৬টি বালি বোঝাই ট্রাক আটক করা হয়। ভূমি দফতরের তরফে ৬ লক্ষ টাকা জরিমানাও করা হয়।

প্রসঙ্গত স্থানীয়দের অভিযোগ অজয় নদ সংলগ্ন ডরবাডাঙা ঘাটে রাতে বড় বড় মেশিন বসিয়ে বালি তুলে তা পাচার করা হয়। বুধবার রাতে ৬০ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ৬টি বালি বোঝাই ট্রাককে আটক করে কেন্দা ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। সেখানে ট্রাকের নথিপত্র পরীক্ষা করে পুলিশ জানতে পারে ট্রাকের নথি ঠিক থাকলেও ওই গাড়ি গুলির বালির কোন বৈধ চালান নেই।

জামুড়িয়া ভূমি দফতরের বিএলআরও অশোক কুমার গায়েন জানান, “পুলিশের পক্ষ থেকে সকালে অভিযোগ পাওয়ার পর ভূমি দফতর তদন্ত শুরু করেছে। বালি পরিবহনের কোন নথি না থাকায় ওই ট্রাকগুলিকে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ট্রাকগুলি কলকাতা অভিমুখে যাচ্ছিল।”

যদিও স্থানীয়দের দাবি বালি গাড়ি আটকের পরও বালির অবৈধ পাচার বন্ধ হয়নি। রাতের অন্ধকারে নদীর ঘাটে মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার চলছেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments