সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- স্কুল বাসের সঙ্গে চারচাকা গাড়ির সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল আসানসোলের কল্যানপুর হাউজিং সংলগ্ন কেএসটিপি রোডে। দুর্ঘটনায় এক পড়ুয়া আহত হয়।
মঙ্গলবার সকালে আসানসোল কলেজিয়েট স্কুলের সামনে একটি স্কুল বাসের সাথে একটি চারচাকা গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, রাস্তায় ভিড় থাকার কারণে পেছনের দিকে থাকা ওই চারচাকা গাড়ির সঙ্গে স্কুল বাসের সংঘর্ষ হয়। অভিযোগ এরপর কেউ কিছু বুঝে উঠার আগেই পড়ুয়া ভর্তি স্কুল বাসের দিকে পাথর ছুঁড়ে মারেন গাড়ি চালক। যার জেরে স্কুল বাসের সামনের দরজার দিকে জানালার কাঁচ ভেঙ্গে যায় এবং সিটে বসে থাকা এক পড়ুয়া জখম হয়। এরপর বাস চালক বাস থামিয়ে নেমে ঘটনার প্রতিবাদ করেন। অভিযোগ এতে ওই গাড়ির চালক বাস চালকের উপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীদের দাবি দুপক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এরপর স্থানীয়দের মধ্যস্থতাতায় ঝামেলা থামে। এবং পাথর ছোঁড়ায় বাসের ক্ষতি হওয়ায় ও পড়ুয়া জখম হয়েছে বুঝতে পেরে ওই গাড়ির চালক ক্ষমা চেয়ে নেন। এই ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এবং পড়ুয়ারা রীতিমতো ভয় পেয়ে যায়। অন্যদিকে এই ঘটনা শহরের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।

















