অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -: রাজ্যের বিভিন্ন শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল পুলকারে যাতায়াত করে। চালকদের অসতর্কতা অথবা অন্যকোনো কারণে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে যায়। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পুলকার নিয়ে আসানসোলের একটি বেসরকারি স্কুলে একটি বিশেষ সচেতনতা অভিযান চালানো হয়।
উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের ডিসিপি পিভিজি সতীশ, ট্রাফিক এসিপি বিশ্বজিৎ সাহা, আসানসোল উত্তর ট্রাফিক অফিসার মহ. আশরাফুল, সংশ্লিষ্ট বেসরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী সহ অভিভাবক এবং পুলকার চালকরা।
ডিসি ট্রাফিক পিভিজি সতীশ বলেন, নতুন বছরের ৩১ জানুয়ারীর মধ্যে শিক্ষার্থী বহনকারী সমস্ত পুলকারগুলিতে বাণিজ্যিক নম্বর প্লেট লাগাতে হবে। যারা এই কাজটা করবেনা তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি স্কুলে সড়ক নিরাপত্তা বিভাগ খোলা হচ্ছে। পুলকার চালকরা সমস্ত নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে কিনা সেদিকে তারা বিশেষ নজর রাখবে।


















