সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শ্রাবণ মাসের শেষ সোমবার শিবভক্ত কিশোরের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্য়ু। মৃত কিশোরের নাম কল্যাণ দাস (১৪)। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার পানুরিয়ার রুনাকুড়াঘাটে।
জানা গেছে শিবের মাথায় দেওয়ার জন্য সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বারাবনির পানুরিয়ায় রুনাকুড়াঘাটে অজয় নদে স্থানীয় ভক্তদের সঙ্গে বাঁকে করে জল আনতে গিয়েছিল বারাবনি থানার জামগ্রামের ব্রাহ্মণ পাড়ার বাসিন্দা কল্যাণ। প্রত্যক্ষদর্শীরা জানান নদীতে জল তুলতে নেমে হঠাৎই তলিয়ে যায় কল্যাণ। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তাকে অচৈতণ্য অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত কল্যাণ দাস জামগ্রাম হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। সে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। শ্রাবণের সাতসকালে এই অপ্রত্যাশিত মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে।





