সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সম্প্রতি আসানসোল শহরের ঐতিহাসিক এটওয়াল ভবনে গড়ে ওঠা শপিং মল অবৈধ ঘোষণা করে তা ভাঙার নির্দেশে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ অনুসারে শহরের হটন রোড মোড় সংলগ্ন এটওয়াল ভবনের ওই শপিং মল ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছে আসানসোল পুরসভা। গত ১৭ ডিসেম্বর পুর কমিশনার রাজু মিশ্র এই নির্দেশ জারি করেছেন। নির্দেশিকায় জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে ওর্ডার জারি হাওয়ার ৩০ দিনের মধ্যে ওই ভবন ভেঙে ফেলতে হবে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত গত কয়েক বছর ধরে এই অবৈধ নির্মাণটি নিয়ে আসানসোল শহরে তুমুল রাজনীতি হয়েছে। দেশের নামকরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওই শপিং মলের ট্রেড লাইসেন্সও বাতিল করা হয়েছে আসানসোল পুরনিগমের তরফে। এবার তা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করলো আসানসোল পুরনিগম।
এখন দেখার আসানসোল শহরের একেবারে উপকন্ঠে তৈরি হওয়া দেশের নামী সংস্থার এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, নাকি এই নির্দেশিকা শুধুমাত্র তা কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে? সেদিকেই তাকিয়ে শহরের লক্ষ লক্ষ মানুষ।