eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে শুরু হল চতুর্থ সৃষ্টিনগর প্রিমিয়ার লিগ

আসানসোলে শুরু হল চতুর্থ সৃষ্টিনগর প্রিমিয়ার লিগ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বছর তিনেক আগে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধাঁচে বেঙ্গল সৃষ্টির গ্রুপের উদ্যোগে শুরু হয় আসানসোল সৃষ্টিনগর প্রিমিয়ার লিগ বা এসপিএল। যা ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে শিল্প শহরে। গত সোমবার সন্ধ্যায় আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর সৃষ্টিনগরে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক সূচনা হল এবছরেরে (চতুর্থ সৃষ্টিনগর প্রিমিয়ার লিগ) এসপিএল-এর।

সৃষ্টিনগরের ওডিসি ক্লাব লনে প্রদীপ জ্বালিয়ে এবছরের এসপিএলের উদ্বোধন করেন বেঙ্গল সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডের গ্রুপ হেড (প্রোপার্টি ম্যানেজমেন্ট) বিনয় কুমার চৌধুরী সহ উপস্থিত বিশিষ্টজনেরা।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে লিগের খেলা। এই বছরের লিগে ৪২টি খেলা হবে। অংশগ্রহণ করছে নটি দল। আগামী ১৪ জানুয়ারি হবে লিগের ফাইনাল খেলা। ফাইনাল খেলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল এবং সৈয়দ কিরমানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিন বিনয় কুমার চৌধুরী বলেন, “গত তিন বছরে সৃষ্টিনগর প্রিমিয়ার লিগ যথেষ্ট সাফল্য পেয়েছে। আশা করছি, এই বছরেও সেই ধারা অব্যাহত থাকবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments