eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল পঞ্চায়েত সদস্যার নামে দুটি এসআইআর ফর্ম, বিতর্ক

তৃণমূল পঞ্চায়েত সদস্যার নামে দুটি এসআইআর ফর্ম, বিতর্ক

সংবাদদাতা,আসানসোলঃ- বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ানপুর পঞ্চায়েতের সদস্যার নামে দু জায়গায়, দুটি এসআইআর ফর্ম। একটি কাটোয়া ও একটি বারাবনি বিধানসভায়। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।

এই বারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে রূপনারায়ানপুরে জয়ী হয়ে পঞ্চায়েত সদস্যা হন শুক্লা দত্ত। পঞ্চায়েতের সদস্যা কীভাবে দুই জায়গার ভোটার? এই প্রশ্ন তুলেছেন বিরোধী থেকে সাধারণ মানুষ।

শুক্লা দত্ত জানান, কাটোয়া তে তার বাপের বাড়ি। বিয়ের আগে কাটোয়াতে তার ভোটার কার্ড হয়। শুক্লাদেবীর দাবি বিয়ের পর আসানসোলের বারাবনিতে চলে আসার পর তিনি কাটোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনও জানান। কিন্তু তালিকায় যে তার না রয়ে গেছে তা তিনি জানতেন না। বারাবনিতে তিনি ২০২১ সালে ভোটার তালিকায় নাম তোলেন বলেও দাবি করেছেন। বর্তামানে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর বাপেরবাড়ি কাটোয়া ও শ্বশুরবাড়ি বারাবনি দু জায়গাতেই তার নামে ফর্ম আসে। এরপরই বিষয়টি সামনে আসে। তবে শুক্লাদেবী জানিয়েছেন কাটোয়াতে ফর্ম পেলেও সেই ফর্ম তিনি জমা দেননি। শুধুমাত্র বারাবনি বিধানসভার জন্য এসআইআর ফর্ম ফিলাপ করে জমা দিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments