eaibanglai
Homeএই বাংলায়খড়সা তালিকায় মৃত বৃদ্ধ, নিখোঁজ তাঁর দিদি, উদ্বেগ

খড়সা তালিকায় মৃত বৃদ্ধ, নিখোঁজ তাঁর দিদি, উদ্বেগ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ইতিমধ্যেই ভোটার তালিকায় নিবিড় সংশোধন পক্রিয়ায় খড়সা তালিকা প্রকাশ হয়েছে রাজ্যে। যাতে বাদ পড়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অনেকেরই দাবি অবৈধভাবে বাদ গেছে তাদের নাম। যদিও বাদ পড়া ভোটারদের শুনানির জন্য ডাকা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে।

এদিকে আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকে সালানপুর গ্রামের মাঝি পাড়ার বাসিন্দা ৭০ বছরের ভীমচন্দ্র মন্ডল,খসড়া ভোটার তালিকায় নিজের নাম দেখতে গিয়ে তো চক্ষু চড়কগাছ। তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন অথচ ভোটার তালিকায় তিনি মৃত। শুধু তাই নয় তার সঙ্গে থাকা ওই বাড়িতেই একই পরিবারে থাকেন তার দিদি ৮৮ বছরের সারথী মন্ডল। খসড়া ভোটার তালিকায় তাকে নিখোঁজ বলে দেখানো হয়েছে। যা নিয়ে রীতিমত বিস্মিত মন্ডল পরিবার।

ভীমচন্দ্র মন্ডল জানান গত ২৮ শে নভেম্বর পরিবারের সকলের এনুমারেশন ফর্ম ফিলাপ করে তাদের এলাকার ( ১৪৪ নম্বর বুথ) বিএলও’কে জমা দিয়েছিলেন। তার প্রতিলিপিও আছে তার কাছে। বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছে ভীমচন্দ্র মন্ডল ও তার পরিবার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments