eaibanglai
Homeএই বাংলায়শুনানি পর্ব, আসানসোলে তৃণমূল- বিজেপির মধ্যে উত্তেজনা

শুনানি পর্ব, আসানসোলে তৃণমূল- বিজেপির মধ্যে উত্তেজনা

সংবাদদাতা, আসানসোল, পশ্চিম বর্ধমান -: ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রথম পর্ব অর্থাৎ গণনা ফর্ম জমা দেওয়ার পর সমগ্র রাজ্যের সঙ্গে আসানসোলেও শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া। এই শুনানি প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি দুই দল পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরস্পরের প্রতি অভিযোগের আঙুল তোলে। ঘটনাটি আসানসোল উত্তর বিধানসভার মণিমালা হাইস্কুলের। জানা যাচ্ছে জেলাশাসকের উপস্থিতিতে কিছু মানুষ শুনানি কেন্দ্রের ভিতরে ঢুকে পড়ে বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকে। তাদের ভিতর থেকে বের করে দেওয়ার জন্য জেলাশাসক সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন। সেই সময় বিজেপির কিছু নেতার সঙ্গে জেলা শাসকের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জ্জী বলেন, শুনানি কেন্দ্রে আসা মানুষদের সাহায্য করার জন্য বিজেপির পক্ষ থেকে এখানে একটি শিবিরের আয়োজন করা হয়। তার দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই শিবিরের উপর হামলা চালায়। ফলে বিজেপির বেশ কিছু কার্যকর্তা আহত হয়েছেন। তাদের আঘাত এত গুরুতর যে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। পুলিশের সামনেই তৃণমূল দুষ্কৃতিরা এই কাণ্ড ঘটায়।

অন্যদিকে তৃণমূল নেতা অভিজিৎ ঘটক বলেন, টিএমসি কোনো হামলা চালায়নি। শুনানি কেন্দ্রের গেটের পাশেই বিজেপি ক্যাম্প করায় সাধারণ সেখানে আসা মানুষদের অসুবিধা হচ্ছিল। তাই তারা প্রতিবাদ জানায়। ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নাই।

জেলাশাসক বলেন, শুনানি কেন্দ্রে মানুষের ভালোই ভিড় হয়েছে। নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভার, ইআরও এবং এইআরও দের তত্ত্বাবধানে কাজ ভালভাবেই এগোচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments