সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলায় প্রায় দেড় লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই এক বৈঠকে এই তথ্য তুলে ধরেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম।
তিনি আরো বলেন, এসআইআরের দ্বিতীয় পর্যায়ে যে শুনানির প্রক্রিয়া হবে, সেই সম্পর্কে এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা পাওয়া যায়নি। তবে ইআরও বা এইআরও স্তরে শুনানি হবে। যারা বাদ গেছেন, সেই ভোটাররা আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত তাদের অভিযোগ জমা দিতে পারবেন। ৭ ফেব্রুয়ারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার আগে, শুনানির জন্য আরেকটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে।
ভোটার খসড়া তালিকা প্রকাশের পর জানা যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত ২৩ লক্ষ ২৭ হাজারেরও বেশি ভোটারের মধ্যে ৩ লক্ষ ৬ হাজারের মতো ভোটার বাদ পড়েছেন। এই ভোটারদের মধ্যে অনেকেই মৃত অথবা স্থানান্তরিত হয়েছেন। রয়েছেন অনুপস্থিত ভোটাররাও । এছাড়া, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত মঙ্গলবার এসআইএর নিয়ে আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে জেলাশাসক এস পোন্নাবলমের উপস্থিতিতে একটি সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক শুভাষীনি ই, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্য প্রশাসনিক আধিকারিকরা।


















