সংবাদদাতা,আসানসোলঃ– মাছের জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর। ঘটনা আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ড পরিহারপুর গ্রামের। জানা গেছে পুকুরে মাছ ধরার জন্য ফেলা জালে জড়িয়ে যায় বিশালাকৃতির ওই সাপ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শ্রীপুর ফাঁড়ির পুলিশকে। পুলিশ বনদপ্তরে খবর দেয়। খবর পেয়ে বনদপ্তরের এক প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছন সুরক্ষিতভাবে সাপটিকে উদ্ধার করেন।
অন্যদিকে এই উদ্ধারকার্য চলাকালীন এক গ্রামবাসী পুকুরে নেমে সাপটিকে ধরতে গেলে অজগর সাপটি সেই ব্যক্তির হাতের আঙ্গুলে কামড়ে বসিয়ে দেয়। যদিও সঙ্গে সঙ্গে তাকে সুরক্ষিত ভাবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বনদপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার করা সাপটিকে জঙ্গলের নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে।





