সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের জনবহুল ও ব্যস্ততম এলাকার পেট্রোল পাম্পে হানা দিয়ে লক্ষাধিক টাকা লুঠ করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে,আসানসোলের এসবি গরাই রোড ও জিটি রোড সংযোগস্থল রামবন্ধু তলাওয়ের কাছে।
ঘটনা প্রসঙ্গে ওই পেট্রোল পাম্পের অন্যতম কর্ণধার আসানসোল গ্রামের বাসিন্দা অমিত রায় জানান, অন্যদিনের মতো শুক্রবার রাত দশটা নাগাদ পাম্প বন্ধ হয়ে যায়। পাম্পের অফিসে ম্যানেজার সারাদিনের হিসাব শেষে ব্যাগে টাকা নিয়ে অফিস বন্ধ করার তোড়জোড় করছিলেন। সেই সময় তিন দুষ্কৃতী একটি বাইকে করে পাম্পে ঢোকে এবং তারমধ্যে দুজন অফিসে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ম্যানেজারের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপরই বাইকে করে তিনজন চম্পট দেয়। কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায় পুরো ঘটনা।
এরপরই তিনি আসানসোল দক্ষিণ থানায় খবর দেন। পুলিশ পাম্পে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে ও পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। জানা গেছে দুষ্কৃতী হানার ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আসানসোলের এসবি গরাই রোডের এই পেট্রোল পাম্পে বছর কয়েক আগে একইরকম দুষ্কৃতী হানা ও লুঠের ঘটনা ঘটেছিল। সেই সময় এক পাম্প কর্মীকে মারধর করে টাকা নিয়ে চম্পট দিয়েছিলো দুষ্কৃতীরা। জনবহুল এসবি গড়াই রোডে বার বার দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকার নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।





