eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় ধৃত ৪, উদ্ধার টাকা

আসানসোলে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় ধৃত ৪, উদ্ধার টাকা

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের ফতেপুরে জিটি রোডে দিনদুপুরে প্রায় ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে চার দুষ্কতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হল সারওয়ান মণ্ডল, রাহুল বার্নয়াল, অভিষেক প্রসাদ এবং দীপঙ্কর বিশ্বাস। ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে ২ লক্ষ টাকা, একটি আগ্নেয়াস্ত্র। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক এবং একটি চারচাকার গাড়ি।

ঘটনার পরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত শুরু করে পুলিশ। রাতভর চলে অভিযান এবং কাকরা সোলের একটি হোটেলের কাছ থেকে দুজনকে ও অন্য একটি জায়গা থেকে বাকি দুজনকে গ্রেফতার করা হয়। ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস জানান ধৃত অভিষেক প্রসাদের বিরুদ্ধে জামুড়িয়ায় একটি হত্যা মামলার রেকর্ড রয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে এবং ব্যবসায়ীর কর্মচারীদের জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত গতকাল দুপুরের পরে নিয়ামতপুরের আটা-চাল ব্যবসায়ী রাকেশ জুলানিয়ার দুই কর্মচারীরা আসানসোল থেকে কালেকশনের ১১ লক্ষ ৬ হাজার টাকা নিয়ে ফিরছিলেন। হঠাৎ আগ্নেয়াস্ত্রধারী দুষ্কৃতীরা তাদের পথ আটকে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসানসোল সাউথ থানার ও সাউথ পিপির পুলিশ তৎক্ষণাৎ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সাহায্যে অপরাধীদের শনাক্ত করে। পুলিশের এই দ্রুত পদক্ষেপ কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে।

অন্য দিকে ধৃত চারজনের মধ্যে একজন (সারওয়ান মণ্ডল)কুলটি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রীদের ছবিও রয়েছে বলে জানা গেছে। যদিও কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত জানান প্রায় দেড় বছর আগে সারওয়ান মণ্ডলকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই ব্যক্তির সাথে সাথে দলের কোনো যোগ নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments