eaibanglai
Homeএই বাংলায়ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে উপলক্ষ্যে আসানসোল সংশোধনাগারে আবেগঘন মুহূর্ত

ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে উপলক্ষ্যে আসানসোল সংশোধনাগারে আবেগঘন মুহূর্ত

সংবাদদাতা,আসানসোলঃ- ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে উপলক্ষ্যে আসানসোলের জেলা আইনি কর্তৃপক্ষ ও সংশোধনাগার কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ। বন্দিরা দেখা পেলেন প্রিয়জনের, কেউ চার মাস, ছয় মাস কেউ আবার দীর্ঘ চার বছর পরে। আর বন্দি ও পরিবারের মিলন ঘিরে সংশোধনাগারে তৈরি হলো আবেগঘন মুহূর্ত।

প্রসঙ্গত বৃহস্পতিবার ছিল ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে। বন্দিদের নিয়ে এই দিনটি উদযাপন করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। সেই মতো এদিন আসানসোলের এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য, ডিসি সেন্ট্রাল ও জেলা আইনি কর্তৃপক্ষের তরফে আমরুপালি চক্রবর্তী, জেল সুপার চাইন্দ্রি হাইট সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে পাঁচ বন্দির পরিবারের সদস্যদের নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে জেলের ভেতর প্রবেশ করানো হয়। এবং দেখা করানো হয় বন্দিদের সঙ্গে। এদের মধ্যে চার জন বিচারাধীন বন্দি ও একজন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। এই বন্দিদের মধ্যে একজন মা চার বছর পর তার ছোট্ট মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পান। দীর্ঘ সময়ের পর মা মেয়ের এই মিলন দৃশ্য দেখে চোখের জল আটকাতে পারেননি উপস্থিত অনেকেই।

জেল সুপার চায়েন্দ্রি হাইট বলেন “এত বছর পর পরিবারের সদস্যের সঙ্গে দেখা করা, মা মেয়ের এই ইমোসন নিজে না দেখলে বলে বোঝানো যাবে না।” ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসের সচিব আম্রপালি চক্রবর্তী বলেন, “এতদিন পরে কিছুক্ষণের জন্য হলেও একজন মেয়ে তার মায়ের সাথে দেখা করছে, একজন বাবা তার সন্তানের সঙ্গে দেখা করছে, এটা আমরা ফিরিয়ে দিতে পেরেছি। এটা ভালো লাগছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments