সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- অক্ষয়তৃতীয়ার পুণ্যতিথিতে দ্বারোদ্ঘাটন হল দিঘার জগন্নাথ মন্দিরের। দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জগন্নাথের দুই বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা হয় সকাল ১১টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে। প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রাধাকৃষ্ণের মূর্তিতেও। এর পর বেলা সাড়ে ৩টের কিছু ক্ষণ পরে মুখ্যমন্ত্রী মমতার হাতে মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। আর এই পুরো অনুষ্ঠানটি এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। আয়োজন করেছিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও তথ্য ও সংস্কৃতি দপ্তর।
এদিন অনুষ্ঠানটি দেখতে উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহ-সভাপতি বিষ্ণু দেব নুনিয়া, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পেন্নাবলম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য ।
পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি এদিন বলেন, “এখন থেকে এখানকার ভক্তদের আর জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীতে যেতে হবে না। তাঁরা দীঘায় গিয়ে ভগবান জগন্নাথের দর্শন করতে পারবেন। আর এই মহৎ উদ্যোগের জন্য পশ্চিমবঙ্গের মানুষ সর্বদা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকবেন।”





