eaibanglai
Homeএই বাংলায়আসানসোল সৃষ্টিনগর প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ফাইনাল, অতিথি সন্দীপ পাতিল ও মদনলাল

আসানসোল সৃষ্টিনগর প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ফাইনাল, অতিথি সন্দীপ পাতিল ও মদনলাল

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– বছর দুয়েক আগে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধাঁচে বেঙ্গল সৃষ্টির গ্রুপের উদ্যোগে শুরু হয় আসানসোল সৃষ্টিনগর প্রিমিয়ার লিগ বা এসপিএল। গত রবিবার সৃষ্টিনগরের ওডিসি ক্লাবে অনুষ্ঠিত হয় তৃতীয় বর্ষ এসপিএল-এর ফাইনাল খেলা। রোমাঞ্চকর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হয় টুর্নামেন্ট। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ১৯৮৩ র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের দুই ক্রিকেটার সন্দীপ পাতিল ও মদন লাল।

প্রসঙ্গতঃ, গত ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অ্যাভেঞ্জারস, ওয়ারিয়র্স, প্রিডেটরস, নিনজা, বিদ্রোহী, চ্যালেঞ্জার্স, ম্যাভরিকস, প্যান্থারস এবং টাইটানস সহ নয়টি দল অংশ নেয়। এই বছরের ম্যাচগুলি ৮ ওভারের ফরম্যাটে খেলা হয়। মোট ৮ জন খেলোয়াড় নিয়ে দল তৈরি করা হয়েছিলো ও ৪ জন অতিরিক্ত খেলোয়াড় ছিল দলগুলিতে। রবিবার ফাইনাল খেলায় প্রিডেটরস নিনজাকে ১৪ রানে হারিয়ে জয়ী হয়। অন্যদিকে অ্যাভেঞ্জার্স মহিলা দল চ্যালেঞ্জার্স মহিলা দলকে পরাজিত করে মহিলা বিভাগের উইনার্স ট্রফি জিতে নেয়। জয়ী মহিলা ও পুরুষ দলের হাতে উইনার্স ট্রফি তুলে দেন প্রধান দুই অতিথি।

এদিন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল বলেন, “এভাবে খেলার আয়োজন করা হলে মানুষের মধ্যে খেলাধুলার আগ্রহ আরও বাড়বে। আমাদের সময়ে এমন ফরম্যাটে ক্রিকেট ছিল না। তা হলে আমিও এতে অংশ নিতাম।” অন্যদিকে মদনলাল এই টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও স্থানীয়দের উচ্ছ্বাস দেখে রীতিমত আপ্লুত হন ও এমন একটা খেলার আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন।

এই টুর্নামেন্টের উদ্যোক্তা বেঙ্গল সৃষ্টির গ্রুপের হেড প্রোপার্টি ম্যানেজমেন্ট বিনয় চৌধুরী বলেন, “টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল অসাধারণ যা তাদের প্রতিভাকে তুলে ধরেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে মানুষের আবেগ ও উত্তেজনা ছিল অতুলনীয়।” যা দেখে তিনি আশাবাদী শিল্পাঞ্চলের ক্রিকেটপ্রেমী মানুষজন অধীর আগ্রহে পরের মরসুমের জন্য অপেক্ষা করবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments